GolpoBD
গুহা রহস্য - GolpoBD
Home » Spectacular Place – দর্শনীয় স্থান » গুহা রহস্য
রফিক আজাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন , হা হয়ে যাওয়া গুহাটার দিকে । এমন ভাবে হা করে আছে যেনো আস্তো পুরে ফেলবে ভিতরে । টর্চটা জালালেন । উজ্জল হয়ে উঠলো গুহাটার ভিতরকার পরিবেশ । সন্দেহের মতো তেমন কিছু নেই । অন্যসব গুহার মতোই স্যাতসেতে । তবে ছোটো গুল্ম লতা টাইপের কিচ্ছু নেই ভিতরটায় । সাধারনত অন্য সব গুহা এসব দিয়ে ভর্তি থাকে । এক জনের মতো ঢুকবার জায়গা আছে ভিতরে । তাহলে তিন তিন জন বালক গুম হলো কি করে ? নাকি সব অবাস্তব কল্প কাহিনী ?? বন্ধুরা অন্য কোথাও গুম করে এই গুহার উপর দোষ চাপিয়ে দিয়েছে ।আজ কালকের ছেলে পেলে বলে কথা ! ধুর ! এই গোয়েন্দা গিরী পেশাটা যতো সব যন্ত্রনার । ___ সেদিন বিকেলে বসে ছিলেন অফিসে । হঠাত্ আদিম যুগের টেলি ফোনটা অর্তনাদ করে উঠলো । ধরতেই .. __স্যার ,ভালো আছেন । __কে আপনি ? __মানে স্যার আমি জয় পুর হাটের মকবুল ওসি বলছিলাম । __ও .. তো কি খবর টবর ? __খবর তো ভালোই ছিলো এতো দিন । কিন্তু কালকের ঘটনাটায় মস্ত ধকল যাচ্ছে । __কাল আবার কি হলো ? __কেনো স্যার পত্রিকা পড়েন নি । __আরে এতো প্যেচানোর কি দরকার খুলে বল্লেই তো পারেন । __মানে ,স্যার আমাদের গ্রামের পুব পাড়ে একটা টিলা আছে । বহু বছর পুরোনো । টিলাটার একপাশে একটা গুহা । মানুষ বলতো ঐ টিলায় নাকি কেউ একবার ডুকলে আর ফিরে আসে না । তো কয়েকটা ইস্কুলের ছেলে ওদের বন্ধুদের সাথে বাজি ধরে গুহাটায় ঢুকে । আর ফিরে আসে নি । মহা টেনশনের আভা টা রফিক আজাদের ভাজ হয়ে যাওয়া কপালে ফুটে উঠলো। কালকের বন্ধটা একটু পরিবারের সাথে কাটানোর কথা ছিলো তাও আর বুঝি হলো না । বিরক্তি মাখা ঝাঝালো স্বরে বল্লেন __তো এখন কি আসতে হবে ?? __হ্যা ,যদি আপনি এসে একটু কুল কিনারা ধরিয়ে দিয়ে যেতে পারতেন । না করতে পারলেন না । বহু পুরোনো বন্ধু বলে কথা । সেই রাতের ট্রেনেই ব্যাগ গুছিয়ে রওনা দিলেন । ___ আস্হির হয়ে পায়চারী করছেন রফিক আজাদ । কিছুর সাথে কিছুই মিলছে না । এই সাইন্সের যুগে ও যদি ঐসব কল্প কাহিনী নিয়ে বসে থাকতে হয় । মনে মনে দৃড় সংকল্প আটলেন । না , তিনি নিজেই নামবেন গুহাটাতে । আজগুবি কল্প কিহিনী গুলো সব মিথ্যা প্রমান করবেন । আর সময় নষ্ট করলেন না । এখুনি নেমে পড়বেন তিনি । কেমন যেনো একটা আকর্ষন কাজ করছে । রফিক আজাদ তা টের পেলেন না । টের পেলে হয়তো গুহাটার ধারে কাছে ও ঘেসতেন না । ____ দুহাতে ভর দিয়ে নেমে পড়লেন । একটা ভেপসা গন্ধ । চর্তুপাশে গাছের গুড়ি ।তবে অদ্ভূত ব্যাপার হচ্ছে একটা জীবের অস্তিত্ব ও ঠাওর করা যাচ্ছে না । এই মাঘ মাসে ও তিনি ঘামছেন । দর দর করে ঘাম আরো স্যাত স্যাতে করে তুলছে গুহার মাটি কে । কেমন একটা শব্দ হচ্ছে । সাধারনত গুলি বাতাসকে ভেদ করে যাওয়ার সময় যে শব্দ হয় ঐ রকম । ভয় ভয় করছে । মন কে অভয় দিতে উপরের দিকে তাকালেন । আগের তুলোনায় অনেকটা সরু হয়ে এসেছে গুহা মুখ । আকাশ দেখা যাচ্ছে না । এই ভর দুপুরে ও কুয়াশার মতো কিছু ভাসছে । বেশ ভয় পেয়ে গেলেন তিনি । না আর একমূহুতো ও নয় এই রাক্ষুসে গুহাটায় । বহু কষ্টে নিজের দেহটা বের করলেন গুহোটা থেকে । ____ বেরিয়েই ভ্যাব চেকা খেয়ে গেলেন । এই মস্ত বড়ো দালান গুলো কখোন হলো !?? ঐ পশ্চিম পাশের জংঙ্গল টা গেলো কোথায় ? চিমটি কেটে দেখলেন । অহু করে একটা অদ্ভূত শব্দ বেরুলো মুখ থেকে । না সব তো ঘটছে বাস্তবেই । আরেকটু সামনে এগিয়ে এলেন । তাকে একা ফেলে গেলো কোথায় ওসি টা ? হঠাত্ কোথাথেকে যেনো দুটো যুবক দৌড়ে এলো । অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলো উনার দিকে । মুখ খুল্লো একজন । __দেখ ! এই সেই গোয়েন্দা রফিক আজাদ না ? যিনি গুহার রস্য উদঘাটন করতে গিয়ে নিজেই রহস্য হয়ে গিয়েছিলেন ??? __হ্যা ,হ্যাতো ! এই একই কাপড়ে আজথেকে দুশো বছর আগে হারিয়ে গিয়েছিলেন তিনি । ______ আর শুনার প্রয়োজন বোধ করলেন না তিনি । অসম্ভব ক্ষমতা আছে গুহাটার । টাইম চেন্জিং এর মতো ক্ষমতা । " এখন তিনি যাবেন কোথায় ?কার কাছে যাবেন? অত্নিয় স্বজনদের কবর ছাড়া আর কিছুই পাওয়া যাবে না । " ফিরতি পথে হাটা দিলেন তিনি ... ধিরে ধিরে এগুলেন গুহাটার কাছে । এর চেয়ে ভালো ,দেখাই যাক না কালের ঘুর্নন বলয় কে পাশ কাটিয়ে কোন এক নবাগত যুগে পৌছে দেয় তাকে গুহাটা .!! (সংগ্রহিত)
Share:

Story Info:

Writer: Mustafiz Ul Haque
Date: 08-08-2022
Comment: 0
No Comment !
Name:

Text:

Smilies List