GolpoBD
ত্যাগ। (দ্বিতীয় এবং শেষ পর্ব) - GolpoBD
Home » Romantic Love Story – রোমান্টিক ভালোবাসার গল্প » ত্যাগ। (দ্বিতীয় এবং শেষ পর্ব)
#ত্যাগ #পর্ব দুই এবং শেষ #লেখা অধরা জেরিন , :- আচ্ছা , আপনি কি সব সময় এরকম মুখ কালো করে বসে থাকেন ? , হঠাত্ এরকম প্রশ্ন শুনে চমকে উঠলাম । কে লোকটা ? , পরশের সাথে আমার ডিভোর্স হয়েছে দু মাস হতে চললো। এখনও ধাক্কা টা সামলে উঠতে পারিনি। তাইতো মাঝে মাঝে নদীর পাড়ে এসে বসে থাকি একা একা। জায়গাটা খুব ভাল লাগে । একদম নিরিবিলি মন ভাল করে দেয়। , লোকটা আরো কাছে এগিয়ে এসে বললো , , :- আমি ফারহান , মাঝে মাঝে এখানে এসে নদীর খেলা দেখি। বেশ কিছু দিন ধরে আপনাকে আমি দেখছি উদাস মনে তাকিয়ে থাকেন । , লোকটার কথা শুনে খুব বিরক্ত লাগছে । ইচ্ছে করছে কাদা ছুড়ে দেই সারা মুখে । কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম । পিছন থেকে বলেই যাচ্ছে , , :- না বলে চলে যাচ্ছেন যে । আপনার পরিচয় কিন্তু আমি জানি। আপনি আমাদের শিক্ষক যাকির স্যারের মেয়ে অবনী । , বাসায় এসে লোকটার কথা ভাবতে লাগলাম ।হয়তো বাবার ছাত্র। কিন্তু আমাকে চিনে কিভাবে ? আমাদের বাসায় এসেছে কোনও দিন ? কই আমি তো দেখিনি মনে হয়। , পরদিন আবার গেলাম নদীর পাড়ে। কিন্তু না লোকটা আসেনি । যাক ভালোই হলো আপদ গেছে । এভাবে এক মাস কেটে গেল । লোকটার কথা আমি ভুলে গেলাম । , একদিন বাবা হঠাত্ অনেক অসুস্থ হয়ে পড়লো। রাত তখন দুইটা । মা খুব কান্নাকাটি করছে । কি করবো বুঝে উঠতে পারছি না এতো রাতে কোথায় নিয়ে যাবো। আমি গায়ে চাদর জড়িয়ে ভাল করে মাথায় পেঁচিয়ে রাস্তায় এলাম অটোরিকশার জন্য । কিন্তু না রাস্তা ফাঁকা কোনও অটো নেই। ওদিকে বাবা ছটফট করছে । কি করবো বুঝতে পারছি না। এমন সময় ফারহান আমার সামানে এসে দাঁড়ালো । ওকে দেখে ভুত দেখার মতো চমকে গেলাম । কিছু জিজ্ঞাসা করার আগেই বললো , , :- আপনাদের পাশের বাসায় আমি ভাড়া নিয়েছি। চিৎকার চেচামিচি শুনে ঘুম ভেঙে গেল । , এই বলেই বাবাকে নিয়ে হাসপাতালে ছুটলো। সেই থেকেই আমাদের বিপদ আপদে পাশে থেকেছে । একদিন বাবা আমাকে ডেকে বললো , , :- মা অবনী , তোমাকে আমি একটা কথা বলতে চাই ? , :- কি কথা বলো বাবা ? , :- ফারহান অনেক ভাল ছেলে তোকে বিয়ে করতে চায় ।তুই না করিস না। , :- কি বলছো বাবা তুমি ! তোমার মাথা কি খারাপ হয়ে গেছে । , :- নারে অবনী, মা আমার বয়স হয়েছে তোর দায়িত্ব কারো হাতে দিয়ে মরতে চাই।আমার কথা মেনে নে। তোর মা আর আমার একই ইচ্ছে । , :- ঠিক আছে আমাকে কিছু দিন ভাবতে দাও। , ..... , :- অবনী! কি করছো এখানে? সবাই তোমার জন্য ওয়েট করছে । , হঠাত্ করে ফারহানের কথায় চমকে উঠলাম । অতিত ছেড়ে বাস্তব এ ফিরে এলাম। , কেক কাটা শেষ হলো। কিন্তু পরশ এখনও সেই চিন্তাতভাবে বসে আছে । , এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠলো , , :- কেমন আছো অবনী? , আমি জানতাম এমন কিছু হবে । তাই আগের থেকে তৈরি ছিলাম । উওর দিলাম, , :- আপনার থেকে অনেক বেশি ভালো । , :- ওহহহ , ভাল । ফারহান তাহলে তোমার স্বামী । , :- কেন সন্দেহ আছে? , :- একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করো ? , :- আমি জানি আপনি কি বলতে চান। আজ সত্যি টা আপনার কাছে বলবো। এতো দিনে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সমস্যাটা কার । আমি অনেক আগের থেকে জানতাম, কিন্তু আপনি এটা জানতে পারলে নিজেকে ছোট করে রাখতেন, আমার কাছে আপনার অপরাধ বোধ আপনাকে শেষ করে দিতো। এই জন্য ডক্টর দের কাছে অনুরোধ করতাম আপনার যেন, দোষ গুলি না বলে । , :- কি বলছো তুমি এই সব ? , :- আমি ঠিকই বলছি মি পরশ। আমি আমার নিজের সুখ ত্যাগ করে আপনাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম । আর আপনি আমাকে ত্যাগ করে সুখী হতে চেয়েছিলেন । , :- তুমি আমাকে আগে কেন বলোনি। তোমাকে ছাড়া আমি একটু ও ভাল ছিলাম না। , :- এখন এইসব বলে লাভ নেই । ওটা ছিল অতিত। আমি এখন আমার বর্তমান নিয়ে অনেক সুখী আছি। , এই বলেই ফিরে চলে এলাম। একবার যদি পিছনে ফিরে চাইতাম হয়তো দেখতে পেতাম সেই অশ্রু, যেটা পাঁচ বছর আগে আমার চোখ থেকে গড়িয়েছিল । , পিছনে কারো সপর্শ পেয়ে চমকে উঠলাম । দেখি ফারহান দাঁড়িয়ে আছে । ওর বুকে মাথা রেখে কেঁদে উঠলাম । ফারহান আমাকে বললো , , :- অবনী, একটু ও কাঁদবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি । তোমার অতিত কখনও তোমার জীবনে ফিরে আসবে না। , :- ফারহান, চলো এখান থেকে আমরা চলে যাই। কারো ছায়া আমার জীবনে আর দেখতে চাই না। , ফারহান আমার চোখের পানি মুছিয়া দিয়ে বললো, :- অবনী, তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল । আমাদের খুব শীঘ্রই আমেরিকা যেতে হবে । ওখানে আমার একটা ভাল জব ঠিক হয়েছে । , :- সত্যি !! আমাকে আগে বলোনি কেন ? , :- সারপ্রাইজ কি কেউ আগে বলে । ভিষন খিদে পেয়েছে। চলো খেয়ে নেই। ,,,, ফারহানের কথা শুনে আমি ভিষন খুশি । পরশের দৃষ্টির সিমানা ছেড়ে চলে যেতে চাই দুরে বহু দুরে । পরশের সমস্ত অতিত ত্যাগ করে । , , ( সমাপ্ত ) ত্যাগ - প্রথম পর্ব
Share:

Story Info:

Writer: Ariyan Islam
Date: 24-10-2022
Comment: 0
No Comment !
Name:

Text:

Smilies List