GolpoBD
এই শহরে মেঘের মিলন। প্রথম পর্ব। - GolpoBD
Home » Romantic Love Story – রোমান্টিক ভালোবাসার গল্প » এই শহরে মেঘের মিলন। প্রথম পর্ব।
"আর কতো আমাদের ঘাড়ের উপর বসে তুই আর তোর জামাই খাবি আপা?" আমার ছোট বোন রুপার কথা শুনে আমার স্বামী শাফির দিকে তাকালাম। শাফি মাথা নিচু করে আছে হয়তো ল'জ্জা'য়। শাফি কথা এড়াতে তড়িঘড়ি করে বললো, "মেঘ আমি একটু বাজারে যাচ্ছি, দেখি কিছু আনা যায় কিনা।" "কি আর আনবেন দোলাভাই? আজ ১ মাস হয়ে গেলো আপনি আপাকে নিয়ে এ বাড়িতে এসেছেন। তাও খালি হাতে। আসার পর থেকেতো এক মুঠো কলমি শাক ছাড়া আর কিছুই আনতে দেখিনি। তা এখনো কি তাই আনতে যাচ্ছেন?" পাশ থেকে আব্বা বি'র'ক্ত নিয়ে বললো, "আহা রুপা কিতা হইতাছে? তুই এরুমভাবে ক্যান জামাইর লগে কথা কইতাসোস?" তখনি আবার শাফি বলে উঠলো, "রুপাতো ঠিক কথায় বলেছে আব্বা। ওকে শুধু শুধু ব'কা দিয়েন না।" কথাটি বলেই শাফি মাটির ঘর খানা থেকে বেরিয়ে গেলো। আমার স্বামী'র সৎ মা। আমার শাশুড়ী মানে শাফির মা মা'রা যাওয়ার ৬ মাস পর পরই আমার শুশুর আবার আরেকটা বিয়ে করে। তখনি আমার এই শাশুড়ীর অ*ত্যা*চা*র শুরু হয়। দিন রাত আমাকে খাটায়৷ শাফি বাড়ির সামনে একটা ছোট মুদির দোকান দিয়েছিলো তাও তিনি জোর করে উঠিয়ে দিয়েছেন। আমার শুশুর এই বয়সে এসে বিয়ে করেছে বলে শাফিকে আর আমাকে কতো উপহাস করে মানুষ... এইতো ওইদিনই এক কাকী বললো, "কিগো বউ.. নতুন শাশুড়ীকে দেখেতো মনে হয় তোমার শাশুড়ী নয়, জা হয়।" শাশুড়ীর ট'র্চা'র অব্দি ঠিক ছিলো কিন্তু পরে আমার শুশুরও শাফিকে টর্চার শুরু করে ওনার বউয়ের উস্কানিতে। একদিন শাফিকে অনেক মারে। সারা শরীরে রক্তের বর্ণা ছিলো সেইদিন৷ তাই এক প্রকার বাধ্য হয়ে আমি আর শাফি আমাদের বাড়িতে চলে আসি। ২. "আম্মা রুপা কি কাজটা বেশি ঠিক করলো? বুঝলাম আমার স্বামী আর্থিক দিক দিয়ে দারিদ্র্য তাই বলে এতো অ'প'মা'ন?" "আহা মা রা*গ করিসনা। ছোটো শালিকা ভুল করে না হয় একটা কথা বলেই ফেলেছে।" "আম্মা ভুল করে! শালিকা'রা মজা করে, অ'প'মা'ন করেনা।" পাশ থেকে রুপা বেংচি কেটে বললো, "ভুল করে না আপা, যা বলেছি ঠিকি বলেছি। শুশুরবাড়ীতে এক কেজি পেয়ারা আনার সামর্থ্য তোমার স্বামীর নেই।" আমি কিছু বললাম না। চোখ দিয়ে পা*নি ট'ল'মল করছে৷ তাও তা আড়াল করে হেসে বললাম, "যখন তোর বিয়ে হবে তখন তুই'ও এইসবের সম্মুখীন হবি বোন।" "এমন স্বামীর কাছে বিয়ে বসবোনা আপা যে, বউকে একটা শাড়ি অব্দি কিনে দিতে গেলে বাবার কাছে হাত পাততে হয়।" ৩. শাফি হাত ভরা ফল নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করতেই আমি চ'ম'কে উঠলাম। শাফি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে মাকে বললো, "আম্মা নিন। আসার পর থেকেতো আপনাদের জন্য তেমন কিছু আনতে পারিনি তাই.." পা তরকারি কুটছিলো উঠোনে বসে। পাশে রুপাও ছিলো। মাকে সাহায্য করছে। আর আমিও মায়ের হাতে হাতে এইটা ওইটা করে দিচ্ছিলাম। মা আমার দিকে এক পলক তাকিয়ে শাফিকে বললো, "আরে বাবা এতো ক'ষ্ট করে শুধু শুধু এইসব আনতে গেলে কেনো?" "এতে কষ্টের কি আছে আম্মা? শুশুরবাড়ীতে এইসব একটু আধটু আনতেই হয়। স্বাভাবিক।" শাফি মলিন হাসলো। ৪. "তুমি এতো টাকা কোথায় পেলে শাফি?" শাফি শার্টের বোতাম খুলছিলো, আমার কথা শুনে আমাকে কাছে এসে আমার দু গাল ধরে বললো, "আমার কাছে যে ফোনটা ছিলো,আমি তা বিক্রি করে দিয়েছি মেঘ।" চমকে গিয়ে বললাম, "এ তুমি কি করলে শাফি? ফোনটাতো তোমার অনেক শখের একটা ফোন ছিলো। কতো ক*ষ্ট করে তুমি তা কিনেছিলে।" শাফি আমাকে জড়িয়ে ধরে বললো, "একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মেঘ। আল্লাহর উপর ভরসা রাখো।" শাফির দিকে তাকালাম। চোখ দুটো ট'ল'ম'ল করছে ওর। তারপর আমাকে হেসে বললো, "ব্যগপত্র গুছিয়ে নাও মেঘ।" "মানে!" "আমরা কাল বাড়ি ফিরে যাচ্ছি।" চলবে??? নতুন রানিং #এই__শহরে_মেঘের_মিলন #সূচনা_পর্ব #Writer:#মারশিয়া__জাহান_ মেঘ

এই শহরে মেঘের মিলন - Part: 2
Share:

Story Info:

Writer: Ariyan Islam
Date: 26-10-2022
Comment: 0
No Comment !
Name:

Text:

Smilies List